Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ও প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে বাংলাদেশে ‘অক্টোবর উৎসব’ ঘোষণা করেছে। এ উৎসব চলাকালীন স্মার্টফোন ক্রেতারা বিশেষ মূল্য ছাড়, ক্যাশব্যাক এবং ইন্টারনেটের বান্ডেল অফার উপভোগ করতে পারবেন।

হুয়াওয়ের নির্দিষ্ট কিছু মডেলের ফোন অক্টোবর উৎসব অফারের মধ্যে রয়েছে। এর মধ্যে হুয়াওয়ে ওয়াই ফাইভ প্রাইম ২০১৮ স্মার্টফোনটি ১০০০ টাকার মূল্যছাড়ে ১০ হাজার ৫৯০ টাকায় কেনা যাবে। হুয়াওয়ে ওয়াই সিক্স প্রাইম ২০১৮ স্মার্টফোনটি ১৫০০ টাকা মূল্যছাড়ে ১২ হাজার ৪৯০ টাকায় ক্রেতারা কিনতে পারবেন।

হুয়াওয়ে ওয়াই নাইন ২০১৮ স্মার্টফোন কিনলে ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুািবধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। তবে নিশ্চিত ক্যাশব্যাক ১০০০ টাকা।

এছাড়া বাংলাদেশের বাজারে বিক্রিত সকল হুয়াওয়ে স্মার্টফোনের সঙ্গে রয়েছে ইন্টারনেট বান্ডেল অফার।

চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী ৬৪টি জেলার সবকটি হুয়াওয়ে ব্র্যান্ড শপ ও অনুমোদিত মোবাইল আউটলেট থেকে হুয়াওয়ের নির্দিষ্ট মডেলের মোবাইল ফোন ক্রয়ে এ অফারগুলো পাওয়া যাবে।

(জেএইচ/ ৩ অক্টোবর ২০১৮)