Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 05 Apr 2025 10:42
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: জাতিসংঘের জনসংখ্যা তহবিল থেকে যুক্তরাষ্ট্র অর্থায়ন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। আর এ জন্য দেশটির সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস।

তিনি বলেন, মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী নারী ও কন্যা শিশুদের জন্য একটি ভয়াবহ খবর।

জাতিসংঘের বেশ কিছু সংস্থার মতো এর জনসংখ্যা তহবিলও বিশ্বব্যাপী নানা সরকারের অর্থ সহায়তায় পরিচালিত হয়। বিশ্বের ১৫০টি দেশে পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা রোধের মতো নানা কর্মকাণ্ড পরিচালনা করে জাতিসংঘ। সংস্থাটির জনসংখ্যা তহবিলে চতুর্থ দাতা দেশ যুক্তরাষ্ট্র। শুধু চলতি বছরে এই তহবিলে ৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া প্রতিশ্রুতির মধ্যে বিভিন্ন তহবিলে অর্থ দেওয়া বন্ধ করা ছিল অন্যতম।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, গর্ভপাত এবং চীনে অনিচ্ছাকৃত বন্ধ্যাকরণের মতো কাজে সহায়তার জন্য জাতিসংঘের জনসংখ্যা তহবিলের অর্থ ব্যয় হচ্ছে।

আন্তোনিও গুতেরেসের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, জাতিসংঘ বিশ্বব্যাপী যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে- সে সম্পর্কে একটি ভ্রান্ত ধারণার ভিত্তিতে জনসংখ্যা তহবিলে অর্থায়ন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

তবে তহবিল বন্ধ রাখার ব্যাপারে কোনো মার্কিন প্রশাসনের এটিই প্রথম সিদ্ধান্ত নয়। প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান, জর্জ বুশ এবং তার ছেলে জর্জ ডব্লিউ বুশের সময়েও একই কারণে জাতিসংঘের জনসংখ্যা তহবিলে অর্থ সহায়তা দেওয়া বন্ধ রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার।

এর আগে বছরের শুরুতে বিশ্বব্যাপী গর্ভপাতের সেবা ও পরামর্শ দেয়- এমন যেকোনো প্রতিষ্ঠানের জন্য অর্থ সহায়তা নিষিদ্ধ করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

(এসএএম/ ০৫ এপ্রিল ২০১৭)