Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: বাংলাদেশে এখন ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৮ কোটি। সাম্প্রতিক প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট।

ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটিতে। ২০০০ সালে এই সংখ্যা ছিল ১ কোটি।

এশিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের তালিকার শীর্ষে অবস্থান করছে চীন। ভারত, ইন্দোনেশিয়া আর জাপান রয়েছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অবস্থানে।

চীনে ২০০০ সালে যেখানে ২ কোটি ২০ লাখ ব্যবহারকারী ছিল, ২০১৭ সালের শেষ নাগাদ এসে তাদের ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ কোটি ২০ লাখে। এদিকে ভারতের ক্ষেত্রে এই ব্যবহারকারীর সংখ্যা এখন ৪৬ কোটি ২০ লাখ। চলতি বছরের শেষ নাগাদ তাদের ব্যবহারকারীর সংখ্যা ৫০ কোটিতে দাঁড়াবে বলে আশা তাদের।

ইন্দোনেশিয়ায় এক দশক আগেও ব্যবহারকারীর সংখ্যা ছিল ২০ লাখ। এখন সেই সংখ্যা ১৪ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে। জাপানে এখন ব্যবহারকারীর সংখ্যা ১১ কোটি ৮০ লাখ।

ইন্টারনেট ওয়ার্ল্ড স্ট্যাট বলছে, বিশ্বজুড়েই দ্রুততর সময়ে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তবে এশিয়া এক্ষেত্রে দুর্দান্ত অগ্রগতি অর্জন করেছে।

(জেএইচ/ ৭ অক্টোবর ২০১৮)