Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কুষ্টিয়া জেলা শহরের বাবর আলী রোডের বাড়ি থেকে সোমবার (০৮ অক্টোবর) রাত ১০টার দিকে সদর উপজেলা সাব-রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহের হাত-পা বাঁধা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের বাড়ি কুড়িগ্রাম জেলায়। তিনি কুষ্টিয়া শহরের বাবর আলী রোডের চারতলা ভবনের তিন তলায় ভাড়া থাকতেন।

কুষ্টিয়া সদর ফাঁড়ির এসআই সন্তু বিশ্বাস জানান, রাতে বাড়ির মালিকের কাছে খবর পেয়ে বাসার রান্নাঘর থেকে নূর মোহাম্মদকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাজিবুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই নুর মোহম্মদের মৃত্যু হয়েছে। তার দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর চিহ্ন রয়েছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, ধারালো অস্ত্রের আঘাতে নূর মোহাম্মদ মৃত্যু হয়েছে।

(জেএইচ/ ০৯ অক্টোবর ২০১৮)