Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বুকবিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া এডিএন টেলিকম লিমিটেডর এর শেয়ার কেনার জন্য নিলাম (Bidding) আগামী ৫ নভেম্বর বিকেল ৫টা থেকে শুরু হবে। যা চলবে আগামী ৮ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ৯ সেপ্টেম্বর দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বিডিংয়ের সম্মতি পত্র দিয়েছে। আর গত ১৪ আগস্ট কমিশনের ৬৫৫তম নিয়মিত সভায় কোম্পানিটিকে আইপিওর প্রাথমিক অনুমতি দেয় কমিশন।

জানা গেছে, আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৫৭ কোটি টাকা সংগ্রহ করবে এডিএন টেলিকম লিমিটেড। উত্তোলিত অর্থ দিয়ে ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ ও প্রাথমিক গণ প্রস্তাবের খরচে ব্যয় করবে কোম্পানিটি।

৩০ জুন, ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫২ টাকা এবং সমন্বিত ভাবে ২.৩৬ টাকা। ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় হয়েছে ১.৮১ টাকা। আর  আলোচ্য বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাড়িয়েছে ১৬.১৩ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, ২০০৩ সালে যাত্রা শুরু করা এডিএন টেলিকম ২০১২ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। আর এডিএন টেলিকমের প্রি-আইপিও শেয়ার কিনেছে ভ্যানগার্ড বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড। ফান্ডটি ১৫ টাকা করে কোম্পানিটির ১৩ লাখ ৩৩ হাজার ৩৩৪টি শেয়ার ২ কোটি টাকা দিয়ে কিনেছে বলে জানা গেছে।

(এমআইআর/এসএএম/ ২৩ অক্টোবর ২০১৮)