টাঙ্গাইল প্রতিনিধি, বিনিয়োগবার্তা: দীর্ঘ নয় ঘণ্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার কাজ শেষ হওয়ায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে বুধবার (০৬ এপ্রিল) রাত সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের পাথাইলকান্দী বাজার এলাকায় লালমনি এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়।
এতে ট্রেনটির ইঞ্জিনবগিসহ ৪টি বগি লাইনচ্যুত হলে ঢাকার সাথে উত্তরবঙ্গের সাথে ঢাকার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সকাল ৯টার দিকে ঢাকা ও ময়মনসিংহ থেকে দু’টি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পড়ে সাড়ে ১২টার দিকে ইঞ্জিনসহ ৪টি লাইনচ্যুত বগি উদ্ধার করে সরিয়ে নিলে নয় ঘন্টা পর ট্রেন চলাটল শুরু হয়।
প্রাথমিকভাবে সিগন্যাল ব্যবস্থাপনায় ত্রুটির ব্যবস্থাপনাকে চিহ্নত করে অধিকতর তদন্তে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি এক দিনের মধ্যে প্রতিবেদন জমা দিবে।
বাংলাদেশ রেলওয়ের (পশ্চিম) মহাব্যবস্থাপক খায়রুল আলম জানান, এই রেললাইনটি দিয়ে মিটারগেজ ও ব্রডগেজ দুই ধরনের ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। এদিকে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি মিটারগেজ হলেও ওই সময় তার চলাচলের জন্য ব্রডগ্রেজ লাইনি চালু ছিলো। এ কারণে ভূঞাপুর উপজেলার পাথাইলকান্দী এলাকার কাটা পয়েন্টে এসে ট্রেনটি লাইনচ্যুত হয়।
সঠিক কারণ জানতে ৪ সদস্যের একাট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
(এমআইআর/ ০৬ এপ্রিল ২০১৭)