Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা:  পুঁজিবাজার থেকে বুকবিল্ডিং পদ্ধতিতে মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি এডিএন টেলিকম লিমিটেডের বিডিং শুরু হয়েছে ২৭ টাকা দিয়ে। সোমবার বিকেলে ৫টায় শুরু হওয়া বিডিংয়ে  একজন বিডার এই দর প্রস্তাব করেছেন।

কোম্পানিটির কাট-অফ প্রাইস নির্ধারনের লক্ষ্যে এই বিডিং চলবে টানা ৭২ ঘন্টা বা ৮ নভেম্বরের বিকেল ৫টা পর্যন্ত।

এর আগে গত ১৪ আগস্ট বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির বিডিংয়ের অনুমাদন দেয়।

বিডিংয়ে ১জন বিডার প্রতিটি ২৭ টাকা করে ২ লাখ ৬৩ হাজার ৮০০টি শেয়ার কেনার জন্য দর প্রস্তাব করেছেন। যার মোট দর ৭১ লাখ ২২ হাজার ৬০০ টাকা। এরপরই আরেকজন বিডার ১৫ টাকা করে ৯৫ হাজার শেয়ার কেনার প্রস্তাব করেছেন।

এডিএন টেলিকম শেয়ারবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করবে। এরমধ্যে বিডিংয়ে যোগ্য বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা। এই বরাদ্দকৃত টাকার উপরে বিডিংয়ের মাধ্যমে নির্ধারিত হবে কাট-অফ প্রাইস।

কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৫৭ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।

(এসএএম/ ০৫ নভেম্বর ২০১৮)