Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 05 Apr 2025 05:33
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

খুলনা প্রতিনিধি, বিনিয়োগবার্তা: খুলনা ও কলকাতার মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। ৫২ বছর পর আবার চালু হলো খুলনা-কলকাতা রুটের ট্রেন সার্ভিস। এর নাম দেয়া হয়েছে মৈত্রী এক্সপ্রেস-২।

শনিবার সকাল ৮টা ১০ মিনিটে খুলনা-কলকাতা রুটে পরীক্ষামূলকভাবে ট্রেনটি ছাড়া হয়।

উদ্বোধনী ট্রেনে করে বেনাপোল পর্যন্ত যাবেন রেলওয়ে মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান এমপি ও রেলওয়ে কর্মকর্তারা। সঙ্গে সাধারণ যাত্রীরাও রয়েছেন।

এসময় স্টেশনে উপস্থিত থেকে ট্রেনটিকে বিদায় জানান খুলনা রেলওয়ের স্টেশন মাস্টার কাজী আমিরুর ইসলামসহ হাজারও জনগণ।
৫ বগির এ ট্রেনটি খুলনা-যশোর-বেনাপোল-পেট্রাপোল-বনগাঁ হয়ে কলকাতার শিয়ালদহ স্টেশনে পৌঁছাবে।

আনুষ্ঠানিকভাবে ট্রেনটি চালু হলে খুলনাবাসীর অনেক দিনের স্বপ্নপূরণ হবে। বেনাপোল স্থলবন্দর হয়ে সাড়ে ৩ ঘণ্টায় কলকাতায় যেতে পারবেন যাত্রীরা। নিরাপদ ও স্বাচ্ছন্দে রোগী, পর্যটক, ব্যবসায়ীরা কলকাতায় পৌঁছাতে পারবে। এতে দু’ দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণও ঘটবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ব্রিটিশ আমলে খুলনা থেকে কলকাতা ট্রেন সার্ভিস ছিল। ১৯৬৫ সালে পাকিস্তান-ভারত যুদ্ধের পর সেই ট্রেন সার্ভিস বন্ধ হয়ে যায়।

পরে ২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতা রুটে প্রথমবারের মতো মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু হয়।

(এমআইআর/ ০৮ এপ্রিল ২০১৭)