প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড (নগদ লভ্যাংশ) ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড। ২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার সন্ধ্যায় অনুষ্ঠিত ব্যাংকটির ১৭৭তম বোর্ড সভায় বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে বিনিয়োগকারীদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটি জানায়, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত অর্থবছরের বিনিয়োগকারীদের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ৩০ মার্চ ২০১৭ তারিখ সকাল ১০টায় রাজধানীর ক্যান্টনমেন্টের সেনামালঞ্চের কনভেনশন হলে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৫ মার্চ।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৮১ পয়সা; আগের বছর যা ছিল ১৫ টাকা ১০ পয়সা। উল্লেখিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাড়িয়েছে ৮৮ টাকা ৩০ পয়সা; আগের বছর যা ছিল ৮৩ টাকা ৭৭ পয়সা। উল্লেখিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২৪ টাকা ৫৭ পয়সা; আগের বছর যা ছিল ২৯ টাকা ৫০ পয়সা।
(শামীম/ ২২ ফেব্রুয়ারি ২০১৭)