Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

পুঁজিবাজার ডেস্ক, ঢাকা: পুঁজিবাজারে তালিকাবূক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইফাদ অটোসের পরিচালনা পর্ষদ নতুন অফিস ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় ৯তলা বিশিষ্ট এ অফিস ভবন নির্মাণ করবে। আর এ ভবনটি ৩৭ হাজার ৯৩৫ বর্গফুট বিশিষ্ট হবে।

এই অফিস ভবনের প্রকল্প সময়সীমা ধরা হয়েছে ২৫ মাস। আজ ২৩ ফেব্রুয়ারি থেকে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে।

এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৩ কোটি টাকা। এর মধ্যে ৩০ কোটি টাকা ব্যংক থেকে নেওয়া হবে। আর বাকী টাকা কোম্পানির নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় হবে।

(এসএএম/ ২৩ ফেব্রুয়ারি ২০১৭)