বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ১৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে দেশের তথ্য-প্রযুক্তি খাতের অন্যতম নামধন্য কোম্পানি এডিএন টেলিকম লিমিটেড।
মঙ্গলবার (৪ ডিসেম্বর ২০১৮) রাজধানীর একটি হোটেলে এ সভাটি অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারন সভায় সভাপতিত্ব করেন এডিএন টেলিকম লিমিটেরডর চেয়ারম্যান আসিফ মাহমুদ। এছাড়াও প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হেনরি হিলটন, পরিচালক মোঃমইনুল ইসলাম, ওয়াকার আহমদ চৌধুরী, স্বতন্ত্র পরিচালক গোলাম রসুলসহ অন্যান্য শেয়ারহোল্ডারগণ এবং উচ্চপদস্থ কর্মকর্তাগণ এ সভায় উপস্থিত ছিলেন।
উক্ত বার্ষিক সাধারণ সভায়, প্রতিষ্ঠানটির বিগত বছরের উল্ল্যেখযোগ্য সাফল্য, ভবিষ্যৎ পরিকল্পনাসহ ব্যবসায়িক বিভিন্ন দিক নিয়ে উপস্থিত শেয়ারহোল্ডারগণের সাথে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উল্লেখ করা হয়, গত ২০১৭-১৮অর্থবছরে প্রতিষ্ঠানের নেট রেভিনিউ, গ্রসপ্রফিট ও শুল্ক পরবর্তী নেট প্রফিট বিগত অর্থবছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে পর্যায়ক্রমে ১০. ৯৭%, ১৬. ৬০% ও ১২. ৯৩%। এছাড়াও এবছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে; যা সভায় অনুমোদন করেন বিনিয়োগকারীরা।
উল্লেখ্য, এডিএন টেলিকম খুব শীঘ্রই দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে এডিএন টেলিকম নিরবিচ্ছিন্ন ওয়্যারলেস, ফাইবার এবং স্যাটেলাইট এর মাধ্যমে দেশে ও বিদেশে সাফল্যের সাথে নিরাপদ ডাটা, ভয়েস এবং ইন্টারনেট সেবা নিশ্চিত করে আসছে।
(এসএএম/ ০৪ ডিসেম্বর ২০১৮)