Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: মিশরের একটি গির্জায় শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে। এর আগে বিবিসিসহ বেশ কিছু সংবাদমাধ্যমের খবরে ১৩ জন নিহত হ্ওয়ার খবর প্রকাশ করে।

তখন স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার সকালের ওই ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছে। দেশটির রাজধানী কায়রোর উত্তরের দিকের শহর টানটার সেন্ট জর্জ কপটিক গির্জায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এখনও বিস্ফোরণের কোনো কারণ জানা যায়নি কিংবা এই ‘হামলার’ দায় কেউ স্বীকার করেনি। তবে আইএস এর মতো জঙ্গি সংগঠনগুলো সম্প্রতি গির্জায় হামলার ঘটনা ঘটাচ্ছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

প্রতিবেদন অনুসারে সেখানে তখন পাম সানডে উদ্‌যাপিত হচ্ছিল। খ্রিষ্টীয় দিনপঞ্জি অনুযায়ী কপটিক খ্রিষ্টানদের কাছে দিবসটি পবিত্র একটি দিন।

গত ডিসেম্বরে কায়রোতে একটি কপটিক ক্যাথেড্রালে বোমা বিস্ফোরণে ২৫ জন নিহত হয়েছিল।

২০১৩ সালে প্রেসিডেন্ট মুরসিকে অপসারণের পরে সেনাবাহিনী দেশটির ক্ষমতা গ্রহণ করে। তবে সেনা শাসনের ভেতরে এই সময়টাতে মিশরে এমন হামলার ঘটনা বেড়েছে।

(এসএএম/ ০৯ এপ্রিল ২০১৭)