বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: কুমিল্লায় ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন করেছে দেশের অন্যতম শীর্ষ ব্রোকারেজ হাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড (বিইএসএল)। প্রতিষ্ঠানটি তার নতুন নিয়োগপ্রাপ্ত স্টাফদের জন্য এই পদক্ষেপ নিয়েছে, যা তাদের জ্ঞান বাড়াতে এবং সেলস অ্যান্ড ট্রেডিং এ আরও দক্ষ হতে সাহায্য করবে।
‘Orientation through Learning’ শীর্ষক এ অনুষ্ঠানটি বিইএসএল এর নতুন নিয়গপ্রাপ্ত স্টাফদের মধ্যে ও বিইএসএল এর পরিচালনা পর্ষদ এবং প্রধান ব্যাবসায়ীক নির্বাহীদের মধ্যে খুব ভাল সাড়া ফেলেছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা শরিফ এম এ রহমান। অনুষ্ঠানে তার উপস্থিতি এবং তার প্রেরনাদায়ী বক্তৃতা উপস্থিত সকলের কাছে খুবই প্রশংসিত হয়।
নতুনদের উদ্দেশে তিনি বলেন, দেশের শেয়ারবাজারে এখন নতুন মাত্রা যোগ হতে চলেছে। বাজার একইসঙ্গে এখন অনেক স্থিতিশীল ও গতিশীল। বর্তমান বাজারে আর আগের মতো হুজুগের দিন নেই। এখন বুঝে শুনে এখানে বিনিয়োগে আসতে হবে। আর আমাদের উচিত হবে বিনিয়োগকারীদের যেকোন শেয়ারের ভাল মন্দ দিক সম্পর্কে বিনিয়োগকারীদের শিক্ষা দেওয়া। তাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করা।
বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, তথ্য প্রযুক্তির প্রসারের ফলে এখন ঘরে বসেই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া যায়। তবে ঘরে বসে বিনিয়োগ না করে বাজার সম্পর্কে ধারনা নেওয়া উত্তম। এ বাজারে শিখার মতো অনেক বিষয় রয়েছে। যে বিনিয়োগকারী যত বেশি অভিজ্ঞ এবং যত বেশি বিশ্লেষক সেই তত লাভবান। আমরাও বিভিন্ন কর্মশালার মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করছি। বিএসইসি, ডিএসই এবং সিএসইও এসব বিষয় নিয়ে অনেক কাজ করে চলেছে। তাই আমাদের পরামর্শ থাকবে আপনারা এ বাজার নিয়ে আরো স্টাডি করুন। অতীত থেকে শিক্ষা নিন। তাহলেই ভবিষ্যৎ ভালো হবে। এ বাজারে শিক্ষিত ও প্রশিক্ষিত বিনিয়োগকারীর অনেক বেশি প্রয়োজন-যোগ করেন তিনি।
কর্মশালার একটি বিশেষ অংশ পরিচালনা করার জন্য ব্র্যাক ব্যাংকের সেলস ম্যানেজার এস এম আব্দুল্লাহ আল মামুন এ কর্মশালায় আমন্ত্রিত ছিলেন।
ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড সম্পর্কে আরও বিস্তারিত জানতে কল করুন তাদের কাস্টমার সার্ভিস সেন্টারে এই নম্বরে- ০৯৬০৬২৩৭৫০১। বিজ্ঞপ্তি।
(শামীম/ ০৯ এপ্রিল ২০১৭)