বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য ও প্রযুক্তি খাতের কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড।
গতকাল সোমবার (১৭ ডিসেম্বর) কোম্পানিটির ২২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) এএমএম কনভেনশন সেন্টার, হাউস # ৫৬/এ, রোড # ৩/এ, ধানমন্ডি, ঢাকায় অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার সকাল ১১ টায় অনুষ্ঠিত বিডিকম অনলাইনের বার্ষিক সাধারণ সভায় প্রতিষ্ঠানটির পূর্ব ঘোষিত ১২ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়।এর মধ্যে ৭ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড বিনিয়োগকারীদের দ্বারা অনুমোদিত হয়।
৩০ জুন, ২০১৮ সমাপ্ত অর্থবছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালকদের প্রতিবেদন এবং নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে (ইপিএস) ১ টাকা ৭১ পয়সা।এর আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৩৮ পয়সা।
এছাড়া কোম্পানির ৩০ জুন ২০১৮ তারিখে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৫৫ পয়সা।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ওয়াহিদুল হক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক এসএম গোলাম ফারুক, স্বতন্ত্র পরিচালক দাস দিবা প্রসাদ, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) স্বপন কুমার সাহা, কোম্পানি সচিব একেএম কুতুব উদ্দিনসহ আরো অনেকে।
এছাড়া এজিএমে আরো ছয়টি আলোচ্যসূচি (এজেন্ডা) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
(কেএইচকে / ১৮ ডিসেম্বর ২০১৮)