বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে ড্যাফোডিল কম্পিউটার লিমিটেড । গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ২১ দশমিক ৯০ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি সর্বমোট ২৩ কোটি ৩ লাখ ৮৫ হাজার টাকার লেনদেন করে। প্রতিদিন গড়ে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৫ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে শাহজিবাজার পাওয়ার । গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৬ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ১৮ কোটি ২৫ লাখ ১২ হাজার টাকার লেনদেন করে। প্রতিদিন গড়ে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৪ কোটি ৫৬ লাখ ২৮ হাজার টাকা।
আনলিমা ইয়ার্ন ডায়িং গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির দর বেড়েছে ১৫ দশমিক ৭০ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৬ কোটি ৭৪ লাখ ৮৭ হাজার টাকার লেনদেন করে। প্রতিদিন গড়ে লেনদেনের পরিমাণ দাড়িয়েছে ৬ কোটি ৬৮ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালি ইন্স্যুরেন্স ক্ম্পোনি, গ্রীন ডেলটা ইন্স্যুরেন্স, মুন্নু স্টাফলার্স, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স ও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড।
(ইএইচ/ ২২ ডিসেম্বর ২০১৮)