Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক: নোবেল বিজয়ী মালালা ইউসুফজাইকে কানাডার অবৈতনিক নাগরিকত্ব দেওয়া হয়েছে। ২০১৪ সালের অক্টোবরে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট স্টিফেন হার্পার মালালাকে কানাডার নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

গতকাল বুধবার (১২ এপ্রিল) কানাডার বর্তমান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডুর কাছ থেকে মালালা সম্মানসূচক নাগরিকত্ব গ্রহণ করেন। এ সময় কানাডার পার্লামেন্টে তাঁর ওপর হামলার ঘটনার বর্ণনা দেন মালালা।

১৯ বছর বয়সী মালালা সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই সম্মানসূচক নাগরিকত্ব গ্রহণ করেন। ব্লগ লেখার কারণে ২০০৯ সালে ১১ বছর বয়সে তালেবানদের হামলার শিকার হন পাকিস্তানের স্কুলছাত্রী মালালা ইউসুফজাই।

এর আগে কানাডা আরো পাঁচজনকে অবৈতনিক নাগরিকত্ব দিয়েছে কানাডা। ওই পাঁচজন হলেন, নেলসন ম্যান্ডেলা, দালাই লামা, ধর্মীয় নেতা আগা খান, সুইডেনের কূটনীতিক রাউল ওয়ালেনবার্গ এবং মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী অং সান সু চি।

(এমআইআর/ ১৩ এপ্রিল ২০১৭)