Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, বরিশাল: পুলিশের বাধা উপেক্ষা করে বৈশাখী ভাতার দাবিতে কালো পতাকা মিছিল করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ঐক্য ফ্রন্ট।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে থেকে কালো পতাকা মিছিল বের করার চেষ্টা করলে বাঁধা দেয় পুলিশ। এসময় পুলিশের সঙ্গে শিক্ষকদের ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে বাধা উপেক্ষা করে কালো পতাকা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন শিক্ষকরা। শিক্ষকদের মিছিলটি নগরীর সদর রোড, ফজলুল হক এভিনিউ, চকবাজার ও গীর্জা মহল্লা হয়ে আবার টাউন হলের সামনে শেষ হয়।

মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষকরা। সমাবেশে শিক্ষক নেতৃবৃন্দ বলেন, সরকারি ঘোষণা অনুসারে অন্য সকল পেশার মানুষ বৈশাখী ভাতা পাচ্ছেন। কিন্তু বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীরা এই ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে বৈশাখী ভাতা না দেয়া হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন বলে জানান শিক্ষকরা।

আজকের মধ্যে প্রধানমন্ত্রী বৈশাখী ভাতার অর্থ বরাদ্দের ঘোষণা না দিলে আগামীকাল পহেলা বৈশাখ সকাল ১০টায় বাসন-খোড়া নিয়ে জেলা প্রশাসকের সরকারি বাংলোর সামনে অবস্থান নেয়ার ঘোষণাও দেন বক্তারা।
সমাবেশে বক্তৃতা করেন, অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, আমিনুল ইসলাম খসরু, অধ্যাপক শামসুল আলমসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

 

(ইউএম/ ১৩ এপ্রিল ২০১৭)