Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া যেকোনো সময় যুদ্ধে জড়াতে পারে বলে আশঙ্কা করছে চীন। কোরিয়া উপদ্বীপ অভিমুখী যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং উত্তর কোরিয়ার ষষ্ঠ পারমাণবিক পরীক্ষার প্রস্তুতিকে ঘিরে ওই এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।

তবে যুদ্ধ শুরু হলে কোনো পক্ষই জয়ী হবে না বলে মনে করে চীন। এদিকে চীন এই সামরিক উত্তেজনায় দুশ্চিন্তায় পড়েছে বলে বিবিসির খবরে বলা হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, একদিকে যুক্তরাষ্ট্র আর অন্যদিকে উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। আর যে কোনো মুহূর্তে সংঘাত সৃষ্টি হতে পারে বলে আশঙ্কায় আছে আরেকপক্ষ। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সব পক্ষরই অত্যন্ত সতর্ক থাকা উচিত।

চীন বলছে, যুদ্ধ বাধলে উত্তর কোরিয়া ভেঙে পড়বে এবং চীন সীমান্তে সঙ্কট সৃষ্টি হবে। আর একারণেই উত্তেজনা কমাতে তারা শান্তিপূর্ণ সমাধান চাইছে।

চীনের পক্ষ থেকে দুই দেশের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, আমরা সব পক্ষকেই একে অপরকে কথা কিংবা কাজের মাধ্যমে কোনও উস্কানি দেওয়া কিংবা হুমকি দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।

উল্লেখ, উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার পরীক্ষা ও পরপর বেশ কিছু ক্ষেপনাস্ত্র উৎক্ষেপনের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি একাই উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি বলেছিলেন, চীন সাহায্য করুক আর না করুক যুক্তরাষ্ট্র একাই উত্তর কোরিয়া সমস্যার সমাধান করতে পারে।

সিরিয়া সরকারের ওপর তিনি এরই মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। আফগানিস্তানেও আইএস জঙ্গিদের ওপর অপারমাণবিক সবচেয়ে বড় বোমা বিস্ফোরণ এরই মধ্যে ঘটিয়েছেন তিনি।

উত্তর কোরিয়াকে থামানো না গেলে তারা যুক্তরাষ্ট্রে পারমাণবিক অস্ত্র হামলা চালানোর সক্ষমতা অর্জন করে ফেলতে পারে বলে উদ্বিগ্ন ওয়াশিংটন।

 

(ইউএম/ ১৫ এপ্রিল ২০১৭)