প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: বৈশাখ মাসে বাস ভবন, ব্যবসায় প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট স্থাপনার পৌরকর পরিশোধের ক্ষেত্রে প্রতি হোল্ডিংয়ের বিপরীতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একইসঙ্গে দরিদ্র, অসহায়, সীমিত আয়ের জনগোষ্ঠীকে মোট ধার্যকৃত ট্যাক্স পরিশোধে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
শনিবার নগরীর আন্দরকিল্লা চত্বরে চসিক রাজস্ব বিভাগের সার্বিক ব্যবস্থাপনায় পৌরকর পরিশোধে উদ্বুদ্ধকরণ, সন্ত্রাস-জঙ্গিবাদ নিরোধ ও মাদকবিরোধী সমাবেশে চসিক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন এসব কথা বলেন।
তিনি বলেন, পৌরকর পরিশোধ নিয়ে যারা জনমনে বিভ্রান্তি ও মিথ্যাচার চালাচ্ছে- তারা মূলত সরকারের আইন পরিপন্থী কর্মকাণ্ডই পরিচালনা করছে। পৌরকর সরকারের ধার্যকৃত। ধার্যকৃত পৌরকর হার আদায়ের এখতিয়ার রয়েছে সিটি কর্পোরেশনের।
আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, ৪১ ওয়ার্ডে একযোগে এই সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সমাবেশের আয়োজন করা হচ্ছে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা এবং স্বাধীনতার সুফল সব নাগরিকের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার প্রত্যয়ে আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, আমাদের মাঝে চিন্তা, মনন, মানসিকতা ও মতাদর্শগত ভিন্নতা থাকতে পারে। কিন্তু একটি সুস্থ, সুন্দর প্রজন্ম সমাজ বিনির্মাণে সবাইকে কাজ করে যেতে হবে।
(ইউএম/ ১৫ এপ্রিল ২০১৭)