মো: শাহাদাৎ হোসেন রাজু, নরসিংদী: নরসিংদীর শিবপুরে মাইক্রোবাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার সাফিয়া বেগম (৬০), তার নাতি আবুল মিয়া (১৮) ও নাতনীজামাই বিল্লাল হোসেন (৩২)।
নিহত চতুর্থজন মাইক্রোবাসের চালক নরসিংদীর রায়পুরার কুড়েরপাড় এলাকার ফুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
রবিবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার কুন্দারপাড়া (গাংপাড়) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এসময় ঢাকা- সিলেট মহাসড়কে প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. ফরিদ মিয়া জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার ৫ জন যাত্রী ঢাকার কেরানীগঞ্জ থেকে একটি প্রাইভেটকারে করে সিলেটের শাহজালাল (রা.) এর মাজারে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার কুন্দারপাড়া (গাংপাড়) এলাকায় পৌঁছালে বিপরিত দিক নরসিংদীর রায়পুরা থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী সাফিয়া বেগম (৬০) মারা যান।
পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকার ও মাইক্রোবাসের আরও ৯ জনকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান প্রাইভেটকারের যাত্রী আবুল মিয়া (১৮), বিল্লাল হোসেন (৩২) ও মাইক্রোবাস চালক নরসিংদীর রায়পুরার কুড়েরপাড় এলাকার ফুল মিয়ার ছেলে রাসেল মিয়া (৩০)।
আহতরা হলেন, শিশু হিরামনি (১২), শায়েস্তা বেগম(২৪), সিদ্দিক মিয়া(৬০), ইব্রাহীম মিয়া (৩০), মো: শহিদুল (২৬) ওসুরাইয়া বেগম(৫৬)।
নরসিংদী জেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার মো. মিজানুর রহমান জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিন জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতাবস্থায় আরও ৬ জনকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত চার জনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে।
শিবপুর থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর ইটাখোলা পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনা স্থলে পৌছে নিহন ও আহতদের উদ্দার করে মহাসড়কের যানচলাচল সচল করে। বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নিহতদের নাম ঠিকানা নিশ্চিত হয়েছি। দুর্ঘটনার বিষয়ে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।’
(এসএইচআর/ এসএএম/ ১৬ এপ্রিল ২০১৭)