Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 05 Apr 2025 12:32
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, চট্টগ্রাম: চলতি ২০১৬-১৭ অর্থবছরের জুলাই-মার্চ মেয়াদে অর্থাৎ প্রথম ৩ প্রান্তিকে ২৬ হাজার ৮১৯ কোটি ৩০ লাখ টাকার রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে শুধু মার্চ মাসেই আদায় হয়েছে ৩ হাজার ২০৫ কোটি ২৬ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টমস সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যানুযায়ি, ২০১৪-১৫ অর্থবছরে ২৭ হাজার ২৪৪ কোটি ১ লাখ টাকা এবং ২০১৫-১৬ অর্থবছরে ৩১ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকার রাজস্ব আদায় করেছিল সংস্থাটি।

চলতি ২০১৬-১৭ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসকে ৩৯ হাজার ৬২২ কোটি ৭ লাখ টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছে এনবিআর। এর মধ্যে প্রথম ৩ প্রান্তিকের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৮ হাজার ৮৭ কোটি ২৮ লাখ টাকা। এর মধ্যে আদায় হয়েছে ২৬ হাজার ৮১৯ কোটি ৩০ লাখ টাকা; যা এ সময়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ২৬৭ কোটি ৯৮ লাখ টাকা কম।

চলতি অর্থবছরের প্রথম ৩ প্রান্তিকে আদায় হওয়া রাজস্বের মধ্যে শুল্ক ১১ হাজার ৩০০ কোটি ৫২ লাখ টাকা; সম্পূরক শুল্ক ৩ হাজার ৩৮০ কোটি ২৫ লাখ টাকা এবং ভ্যাট বা মূসক থেকে আয় ১৩ হাজার ১২১ কোটি ৭২ লাখ টাকা রয়েছে।

গত কয়েক বছরে চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ের পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। ২০১৪-১৫ অর্থবছরের তুলনায় ২০১৫-১৬ অর্থবছরের রাজস্ব আদায় বেড়েছিল। রাজস্ব আদায় বাড়ার ধারা এবারও অব্যাহত থাকতে পারে। এবারের এনবিআর নির্ধারিত রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে অর্থবছরের শেষ প্রান্তিকে ১২ হাজার ৮০২ কোটি ২২ লাখ টাকার রাজস্ব আদায় করতে হবে চট্টগ্রাম কাস্টমসকে।

চলতি অর্থবছরে জুলাইতে ২ হাজার ৩৪০ কোটি ৮৬ লাখ টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ২ হাজার ৩২৩ কোটি ৪৯ লাখ টাকা। এছাড়া আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে যথাক্রমে ৩ হাজার ৯০ লাখ টাকা; ২ হাজার ৪৭৬ কোটি ৭৭ লাখ টাকা; ২ হাজার ৮২৫ কোটি ২০ লাখ টাকা; ৩ হাজার ২৫৬ কোটি ৬৫ লাখ টাকা; ৩ হাজার ২২৪ কোটি ৯৮ লাখ টাকা; ৩ হাজার ৪৭৭ কোটি ৪৫ লাখ টাকা; ৩ হাজার ২৭ কোটি ৬০ লাখ টাকা এবং ৩ হাজার ২০৫ কোটি ২৬ লাখ টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টমস। এর মধ্যে সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, ফেব্রুয়ারি এবং মার্চে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

শুল্ক, ভ্যাট এবং সম্পূরক শুল্ক এই তিন খাতের মধ্যে শুধু ভ্যাট আদায় লক্ষ্যমাত্রা পূরণ করতে পেরেছে চট্টগ্রাম কাস্টমস। এছাড়া শুল্ক লক্ষ্যমাত্রায় ৯৮৩ কোটি ১৭ লাখ টাকা এবং সম্পূরক শুল্ক আদায় লক্ষ্যমাত্রায় ৩৬৭ কোটি ১৫ লাখ টাকা ঘাটতি দেখিয়েছে সংস্থাটি।

রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া প্রসঙ্গে কাস্টমস কমিশনাররা বলেন, বিভিন্ন পণ্যের চাহিদা থাকার সত্বেও কিছু পণ্য পর্যাপ্ত পরিমাণে আমদানি করা সম্ভব হয়নি। রাজস্ব আদায়ের জন্য মামলা জটেও অনেক অর্থ আটকে আছে। মামলাগুলো নিস্পত্তির চেষ্টা চলছে।

এছাড়া সিএনজি চালিত অটোরিকশা ও ফোর স্ট্রোক ইঞ্জিন, পিস্টন ইঞ্জিন (৫০সিসি-২৫০সিসি) মোটর সাইকেল, পিস্টন ইঞ্জিন মোটর কার, লৌহার তৈরি পাইপ ও টিউব, সিমি প্রোডাক্ট আয়রন, ট্রান্সমিশন যন্ত্র, গ্যাস লাইনে ব্যবহৃত পাইপ ইত্যাদি পণ্য আমদানি কমে যাওয়ায় রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের কমিশনার এ.এম.এফ. আব্দুল্লাহ খান জানান, চট্টগ্রামের কাস্টমসের রাজস্ব আদায়ের হার অন্যান্য অর্থবছরের তুলনায় বেড়েছে। উচ্চ শুল্কায়ন পণ্যের উপর লক্ষ্যমাত্রা ১৪ শতাংশ বাড়ানো হয়। কিন্তু এবার উচ্চ শুল্কায়ন পণ্য আমদানি কমেছে। ভোগ্যপণ্যের আমদানি বেশি হয়েছে। তাই লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি।

(এমএ/এসএএম/ ১৬ এপ্রিল ২০১৭)