Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতি।

শনিবার দুপুরে যশোরের চাঁচড়ায় শ্রমিক সমিতির কার্যালয়ে এক জরুরি সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

বাংলাদেশ পরিবহন সংস্থা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক মর্তুজা হোসেন বলেন, জামির হোসেনকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। এর প্রতিবাদে আমরা রোববার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছি।  খুলনা বিভাগের ১০ জেলার বাস, ট্রাক, মিনিবাসসহ সব ধরনের পরিবহন সংশ্লিষ্টদের ধর্মঘট পালনের নির্দেশনা দেয়া হয়েছে।

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রখ্যাত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার মামলায় গত বুধবার চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরই প্রতিবাদে খুলনা বিভাগে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিলো পরিবহন শ্রমিকরা।

(এমআইআর/ এসএএম/ ২৫ ফেব্রুয়ারি ২০১৭)