প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজার বিটের সাংবাদিকদেরকে নিয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
‘ফান্ডামেন্টালস অব ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এ কর্মশালাটি আজ ১৮ এপ্রিল ২০১৭ তারিখ মঙ্গলবার সকালে রাজধানীর তোপখানা রোডের বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর মাল্টিপারপাস হলে শুরু হয়েছে।
পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির (বিআইডিএ) সচিব (অতিরিক্ত সচিব) অজিত কুমার পাল ও ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামের (সিএমজেএফ) সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিএমজেএফর সভাপতি তৌহিদুল ইসলাম মিন্টু বলেন, শেয়ারবাজার নিয়ে কাজ করা অন্য যেকোনো সেক্টর থেকে একটু জটিল। কারণ, এখানে বিভিন্ন টার্ম বুঝতে হয়। বিভিন্ন বিষয়াদি সম্পর্কে আলাদা স্টাডি করতে হয়। আর না বুঝে বিনিয়োগ করা যেমন ঝুঁকিপূর্ণ তেমনি না বুঝে সাংবাদিকতাও আরও বেশি ঝুঁকিপূর্ণ। তাই আমরা এ বিটের সংবাদিকদের জন্য এ ধরনের প্রশিক্ষন কর্মশালার আয়োজন করছি। ইতোপূর্বেও এ ধরনের আয়োজনের মাধ্যমে সাংবাদিকদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বিআইডিএর সচিব অজিত কুমার পাল বলেন,আমি অত্যন্ত আনন্দিত যে, বিআইসিএম পুঁজিবাজার বিটের সাংবাদিকদের জন্য এতো সুন্দর আয়োজন করেছে। সাংবাদিকরা তাদের সুদক্ষ লেখনির মাধ্যমে জনগণকে সচেতন করবে। আর তাই এ ধরনের কর্মশালা খুবই জরুরী বলেন তিনি।
বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট আব্দুল হান্নান জোয়র্দ্দার বলেন, আমরা পুঁজিবাজারের সংঙ্গে সংশ্লিষ্ট সকলকেই প্রশিক্ষনের আওতায় আনতে চাচ্ছি। আমরা বিশ্বাস করি, জ্ঞানসম্পন্ন বিনিয়োগকারী থাকলে বাজারে কখনোই ধ্বস নামবে না। তেমনিভাবে এ বিটের সাংবাদিকদের জন্যও প্রশিক্ষন অত্যন্ত জরুরী। কারণ, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের মধ্যে যদি জ্ঞানের পূর্ণতা না থাকে তাহলে তারা কিভাবে অন্যের ভুল ধরবেন। আর ভুল যদি না ধরা হয়, তাহলে কিভাবে বাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে। আর কিভাবেই বা জনগণ এ বাজার সম্পর্কে জানবে। তাই আমাদের এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কর্মশালার প্রথম দিন দুটি সেশন অনুষ্ঠিত হয়। একটিতে ‘দ্য ফরমেশন অব এ কোম্পানি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বিডার সচিব অজিত কুমার পাল। আর পরে অপর একটি সেশনে বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট আব্দুল হান্নান জোয়ার্দ্দার ‘পাবলিক অফারিং এন্ড রোল অব মার্চেন্ট ব্যাংক ইন ইস্যু মেনেজমেন্ট’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
এ প্রশিক্ষন কর্মশালায় পুঁজিবাজার বিটের অন্তত ৩০ জন সাংবাদিক অংশগ্রহন করেন।
(শামীম/ ১৮ এপ্রিল ২০১৭)