Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Thursday, 01 Jan 1970 06:00
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: অ্যাপল সম্প্রতিঘোষণা দিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা ভ্যালিতে প্রতিষ্ঠানটির নির্মাণাধীন কার্যালয়ের নাম হবে ‘অ্যাপল পার্ক’। আগামী এপ্রিল থেকে নতুন এই কার্যালয়ে শুরু হবে কর্মী স্থানান্তরের কাজ। উড়ন্ত পিরিচের মতো মহাকাশযানের আকৃতিতে তৈরি হচ্ছে এই ভবন। নকশা করেছেন ব্রিটিশ স্থপতি নরম্যান ফস্টার। সূত্র: অ্যাপল, ডেইলি মেইল
১৭৫ একর জায়গাজুড়ে হচ্ছে অ্যাপল পার্ক। মূল ভবনের আয়তন ২৮ লাখ বর্গফুট।
প্রাঙ্গণজুড়ে সবুজে ঘেরা দুই মাইল দীর্ঘ হাঁটাপথ থাকছে।
সর্বমোট ১২ হাজার কর্মী কাজ করতে পারবেন এই অফিসে।
সম্পূর্ণভাবে নবায়নযোগ্য বিদ্যুতে চলবে। পুরো প্রাঙ্গণজুড়ে থাকবে নয় হাজার গাছ।
কর্মী স্থানান্তরের কাজ শুরু হবে এপ্রিলে। শেষ হতে সময়
লাগবে ছয় মাসের বেশি।
কর্মীদের জন্য এক লাখ বর্গফুটের ব্যায়ামাগার (জিম) তৈরি করা হবে।
‘ভিজিটর সেন্টার’-এ দর্শনার্থীরা যেতে পারবেন। তাঁদের জন্য তৈরি হচ্ছে আলাদা ক্যাফেটেরিয়া।
এই অফিসের প্রথম ঘোষণা দিয়েছিলেন প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবস। তাঁর নামে এক হাজার আসনের মিলনায়তন করা হচ্ছে।

(এসএএম/ ২৬ ফেব্রুয়ারি ২০১৭)