প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: দক্ষিণ এশীয় টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিলের (এসএটিআরসি) সদস্য দেশগুলোর মধ্যে সাইবার সুরক্ষা, বিগ ডাটা ও ডাটা স্বাধীনতা ছাড়াও ব্রডব্যান্ডের ব্যবহার বৃদ্ধি করে ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার ঢাকায় এসএটিআরসি ওয়ার্কিং গ্রুপের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরআগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) ভবনে দুই দিনব্যাপী এ বৈঠকের উদ্বোধন করেন বাংলাদেশ বিটিআরসির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ।
বাংলাদেশ ছাড়াও বৈঠকে অংশ নেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ,ভুটান, আফগানিস্তান ও ইরানের প্রতিনিধিরা। বৈঠকে সংস্থার অ্যাকশন প্লান-৬ নিয়ে আলোচনা হয়।
এতে বিটিআরসির চেয়ারম্যান ড. শাজাহান মাহমুদ বলেন, নিয়ন্ত্রক সংস্থাগুলোর ব্রডব্যান্ডের ব্যবহার বাড়ানো ছাড়াও মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্কের (এমভিএন) জন্য ফ্রেমওয়ার্ক বাড়াতে হবে।
ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ও এশিয়া প্যাসেফিক টেলিকমিউনিটির (এটিপি) উদ্যোগের অংশ হিসেবে ১৯৯৭ সালে এসএটিআরসি প্রতিষ্ঠা লাভ করে।
(এসএএম/ ২০ এপ্রিল ২০১৭)