বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সমাপ্ত সপ্তাহে পুঁজিবাজারের ব্লক মার্কেটে মোট ২১ কোম্পানি ও ৫ মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে। সবমিলিয়ে মোট এক কোটি ৭৫ লাখ ৫৩ হাজার ৮২৮টি শেয়ার বা ইউনিট লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ৬৩ কোটি ৮৯ লাখ টাকা।
সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, আলোচিত সপ্তাহে ব্লক মার্কেটে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন করেছে এমজেএলবিডি। এই কোম্পানি ৬০ লাখ শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ৫ কোটি ২২ লাখ টাকা।
ওয়ান ব্যাংক ৩৫ লাখ শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ৩ কোটি ৪৩ লাখ টাকা।
সি অ্যান্ড এ টেক্সটাইল ১৮ লাখ ৮ হাজার ৪৭২টি শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। যার আর্থিক মূল্য ১১ কোটি ৭৭ লাখ টাকা।
ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাক্টিভ ফাইন, বারাকা পাওয়ার, বিএসআরএম স্টিল, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক, গ্রমীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড, হাইডেলবার্গ সিমেন্ট, ইবনে সিনা, ইসলামী ব্যাংক, ইসলামী ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, লংকাবাংলা ফিন্যান্স, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক, এমটিবি, নাভানা সিএনজি ও ন্যাশনাল পলিমার।
(এসএএম/ ২৮ জানুয়ারি ২০১৭)