Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়
Saturday, 05 Apr 2025 21:13
Biniyougbarta | বিনিয়োগবার্তা: ব্যবসা-বাণিজ্য, শিল্প-বিনিয়োগের খবর প্রতিদিন সবসময়

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যে ৮০ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বরাত দিয়ে দেশটির ইংরেজি সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া সীমান্তের কাছে ৮০ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে। সীমান্ত অনুসন্ধানের সময় ওই সুড়ঙ্গের সন্ধান পান ভারতীয় জওয়ানরা। পশু পাচারকারীরাই এই সুড়ঙ্গ তৈরি করেছে বলে মন্তব্য করেছে বিএসএফ।

বিএসএফের উপমহাপরিদর্শক (ডিআইজি) দেবী শরণ সিংহ জানান, বাংলাদেশ ও ভারতের পশু পাচারকারীরা কাঁটাতারের নিচে মাটির গভীরে এই সুড়ঙ্গ খুঁড়ছিল। সীমান্তের কাঁটাতারের বেড়া বাংলাদেশে পশু পাচারে বাধা হয়ে দাঁড়ানোর কারণেই এই সুড়ঙ্গ তৈরি করা হয়েছে।

তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। এ সীমান্তের একটি চা-বাগানের মধ্য দিয়ে রাতের অন্ধকারে গোপনে দীর্ঘদিন ধরে ওই সুড়ঙ্গ খোঁড়ার কাজ করা হচ্ছিল। এই সুড়ঙ্গের সন্ধান পাওয়ার পর সীমান্তে টহল আরও জোরালো করা হয়েছে।

প্রসঙ্গত, গত মার্চ মাসে ভারত-বাংলাদেশ সীমান্তের খুব কাছে একটি সুড়ঙ্গের সন্ধান পেয়েছিল বিএসএফ। মেঘালয়ের তুরা সেক্টরে পাহারা দেওয়ার সময় গুজংপাড়ায় একটি পাহাড়ের ঢালে প্রায় ২৫ ফুট গভীর ওই সুড়ঙ্গের হদিস পাওয়া যায়।

(এসএএম/ ২৬ এপ্রিল ২০১৭)