ডেফোডিল কম্পিউটারের ইপিএস বেড়েছে ৪১ শতাংশ
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ডেফোডিল কম্পিউটার্স লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই’১৬ থেকে মার্চ’১৭) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, জুলাই’১৬ থেকে মার্চ’১৭ পর্যন্ত ৯ মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৫ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১.২৪ টাকা। আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস ৪১ শতাংশ বেড়েছে।
এদিকে শেষ তিন মাসে অর্থাৎ জানুয়ারি’১৭ থেকে মার্চ’১৭ পর্যন্ত কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৬১ টাকা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০.৪২ টাকা। আলোচিত সময়ের ব্যবধানে কোম্পানিটির ইপিএস ৪৫ শতাংশ বেড়েছে।
এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের (এনএভি) হয়েছে ১২.৭৮ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের (এনওসিএফপিএস) হয়েছে ২.০৯ টাকা।
(এসএএম/ ২৯ এপ্রিল ২০১৭)