বিনিয়োগকারীদের আরও সচেতন হতে হবে

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আরও সংশোধন হতে হবে। তাদের আরও সচেতন হতে হবে বলে মন্তব্য করেছেন সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।

তিনি বলেন, বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে সঠিক মোবাইল নম্বর দিন, সমস্যা সমাধান হয়ে যাবে বলে।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) `বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’ উপলক্ষ্যে শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) আয়োজিত ভার্চ্যুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শেখ কবির হোসেন বলেন, বিনিয়োগকারীদের সবার উচিৎ তাদের বিও হিসাবে সঠিক ফোন নম্বর দেওয়া। তাহলে তার বিওতে যখন কিছু ঘটবে তখই এসএমএস চলে যাবে। তাতে ব্রোকারেজ হাউজ কিংবা অন্য কেউ অনাকাঙ্খিত কিছু করতে পারবে না। পুঁজিবাজারে স্বচ্ছতা, আস্থা এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা বাড়াতে ১৯৯৯ সালে সিডিবিএল প্রতিষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক খন্দকার কামালুজ্জামান বলেন, সাধারণ বিনিয়োগকারীর সুরক্ষা দিতে হবে। বিনিয়োগকারীরা ডিপির মাধ্যমে বিনিয়োগ করে থাকেন। সিডিবিএল বিনিয়োগাকরীদের সুরক্ষা দিতে হবে।

সঠিকভাবে বিনিয়োগ হচ্ছে কিনা বিনিয়োগকারীদের জানতে হবে উল্লেখ করে শেখ কবির বলেন, বিনিয়োগকারীদের বিনিয়োগের বিষয়ে ওয়াকিবহাল করতে হবে। বাজারে আসলেই দাম-বাড়ে, কিছুদিন পর আবারও কমে। এসব বিষয় বুঝতে হবে। বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন।

শেখ কবির হোসেন বলেন, পুঁজিজারের অবস্থা এখন ভালো। তবে যে সমস্ত কোম্পানি আসবে সেগুলোকে আরও ভালোভাবে দেখতে হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, কারো কথা শুনে পুঁজিাবাজরে বিনিয়োগ করতে আসবেন না। ব্যাংকের অ্যাকাউন্টের মতই সিডিবিএলের বিওর প্রতি খেয়াল রাখার আহ্বান জানান বিনিয়োগকারীদের।

স্বাগত বক্তব্যে সিডিবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শুভ্র কান্তি চৌধুরী বলেন, আমাদের সকল ধরনের তথ্য ব্যাকআপ রয়েছে। বিও হিসাবে যে মোবাইল নম্বর দেওয়া হয়, সেই মোবাইল নম্বরে প্রতিদিন তথ্য জানানো হয়। গুজবে কান না দিয়ে বাস্তবিক জ্ঞানের মাধ্যমে বিনিয়োগ করবেন। বিওতে আপনার মোবাইল নম্বর দেন। তাহলেই সব তথ্য পেয়ে যাবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিডিবিএলের অ্যাপ্লিকেন্ট সাপোর্ট বিভাগের প্রধান মইনুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিডিবিএলের সিটিও আব্দুল মোতালেব।

(এসএএম/২৮ সেপ্টেম্বর ২০২০)


Comment As:

Comment (0)