জিডিপি কি?

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: কোনও একটি ভৌগোলিক অঞ্চলের স্থূল অভ্যন্তরীণ উৎপাদনই (মোট অভ্যন্তরীণ উৎপাদন/সামষ্টিক অভ্যন্তরীণ উৎপাদন) জিডিপি নামে পরিচিত।

 

জিডিপি বলতে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঐ অঞ্চলের ভেতরে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজারমূল্যকে বোঝায়, যা অঞ্চলটির অর্থনীতির আকার নির্দেশ করে।

 

বিবেচ্য অঞ্চলটি যদি একটি দেশ হয়, তবে একে মোট দেশজ উৎপাদন নামেও ডাকা হয়।

 

স্থূল অভ্যন্তরীণ উৎপাদনকে উৎপাদনের বিভিন্ন ধাপে পণ্য ও সেবার উপর সংযোজিত মূল্যের সমষ্টি হিসেবেও দেখা হয়।

 

(এসএএম/২৬ জুলাই ২০২১)


Comment As:

Comment (0)