বিএসইসি ও ডিএসই

৪০ পিইসম্পন্ন কোম্পানিতে মার্জিন ঋণ খতিয়ে দেখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, বিনিয়োগবার্তা: ৪০ পিই রেশিওসম্পন্ন কোম্পানিতে মার্জিন ঋণ খতিয়ে দেখতে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)

গতকাল বুধবার ( সেপ্টেম্বর) ডিএসইকে এমন নির্দেশনা সম্বলিত চিঠিটি পাঠিয়েছে বিএসইসি।

বিএসইসি সূত্রে তথ্য জানা গেছে।

জানা যায়, আইন অনুসারে, কোনো কোম্পানির শেয়ারের মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) ৪০ বা তার বেশী হলে ওই শেয়ার কেনার জন্য গ্রাহকদেরকে মার্জিন ঋণ দেওয়া নিষেধ। কিন্তু কোনো কোনো ব্রোকারহাউজ মার্চেন্ট ব্যাংক তাদের পছন্দের গ্রাহকদের বিধিবহির্ভূত ঋণ সুবিধা দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

আর এমন অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে নির্দেশ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

বিএসইসির নির্বাহী পরিচালক মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়ে বলেন, স্বল্প মূলধনী কোম্পানিগুলোর বড় অংশই দূর্বল মৌলভিত্তির। তারপরও এসব কোম্পানির শেয়ারের দাম বেড়েই চলেছে। এই মূল্যবৃদ্ধির পেছনে অস্বাভাবিক কিছু আছে কি-না তা খতিয়ে দেখতে ডিএসইকে বলা হয়েছে। এছাড়া এসব কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ দেওয়া হচ্ছে কি-না সেটিও খতিয়ে দেখতে বলা হয়েছে।

(এসএএম/০৯ সেপ্টেম্বর ২০২১)


Comment As:

Comment (0)