বিনিয়োগ পণ্য

বিনিয়োগ পণ্য বলতে কি বোঝায়?

বিনিয়োগ পণ্য হলো অন্তর্নিহিত সুরক্ষা বা সিকিউরিটির গোষ্ঠীর উপর ভিত্তি করে বিনিয়োগকারীদের জন্য দেওয়া পণ্য, যা অনুকূল রিটার্ন উপার্জনের প্রত্যাশায় কেনা হয়। বিনিয়োগ পণ্যগুলি অন্তর্নিহিত সিকিউরিটির বিস্তৃত ভিত্তিতে এবং বিনিয়োগের লক্ষ্যগুলির বিস্তৃত পরিসরকে অন্তর্ভুক্ত করে।
বিনিয়োগ পণ্য বলতে বোঝায়ঃ
• ইক্যুইটি/শেয়ার
• মিউচ্যুয়াল ফান্ড
• ডিবেঞ্চার
• বন্ড- কপোরেট, জিরো কুপন ও ট্রেজারী
• সম্পদ ভিত্তিক সিকিউরিটিজ
• অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড-প্রাইভেট ইক্যুইটি/ভেঞ্চার ক্যাপিটাল ও ইমপ্যাক্ট ফান্ড
• ডেরিভেটিভস 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)