Zarman

বিদায় নিলেন অ্যাঙ্গেলা মেরকেল

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। জার্মান সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তার বিদায় অনুষ্ঠান হয়। খবর ডয়েচে ভেলে।

ডয়েচে ভেলে ছাড়াও মেরকেলের আনুষ্ঠানিক বিদায়ের সংবাদ দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনেগুলোতে বলা হয়েছে, বিদায়ী ভাষণে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার পক্ষে কথা বলেছেন তিনি।

নিজ ভাষণে অ্যাঙ্গেলা মেরকেল জনগণকে ঘৃণার বিরুদ্ধে রুখে দাঁড়াতে আহ্বান জানান। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, ডিজিটালাইজেশন, শরণার্থী সংকটের মতো বিশাল চ্যালেঞ্জ সামলাতে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন।

যথাযোগ্য সামরিক মর্যাদায় বিদায় দেয়া হয় মেরকেলকে। এ সময় বার্লিনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দপ্তরে অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শন হয়।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেলের সম্ভাব্য উত্তরসূরী ওলাফ শলৎস। প্রেসিডেন্ট ফ্রাংক-ভাল্টার স্টাইনমায়ারও উপস্থিত ছিলেন অ্যাঙ্গেলা মেরকেলকে বিদায় জানাতে।


বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)