undefined

সরকারি ১৭ কোম্পানির শেয়ার অফলোডের ব্যবস্থা নিতে বিএসইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে ১৭ সরকারি প্রতিষ্ঠানের শেয়ার অফলোডের ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (০৮ ডিসেম্বর ২০২১) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ চিঠি পাঠায় কমিশন।

কোম্পানিগুলো হলো:

১। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড

২। এলপি গ্যাস লিমিটেড          

৩। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল)

৪। জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিমিটেড                       

৫। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড              

৬। বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড           

৭। রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেড        

৮। নর্থ্-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড    

৯। ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড

১০। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড                   

১১। কর্ণ্‌ফুলি পেপার মিলস লিমিটেড                

১২। বাংলাদেশ ইন্স্যুলেটর এন্ড সেনেটারি ওয়্যার ফ্যাক্টরি লিমিটেড            

১৩। হোটেলস্ ইন্টারন্যাশনাল লিমিটেড          

 ১৪। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড

১৫। বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড

১৬। বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড

১৭। এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড(ইডিসিএল)।  

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)