স্মল ক্যাপিটাল কোম্পানিজ রুলস-২০১৮ এর গেজেট প্রকাশ;  ফিক্সড প্রাইস ও  বুকবিল্ডিং উভয় পদ্ধতিতেই তালিকাভুক্ত হবে স্বল্প মূলধনী কোম্পানিগুলো

বিএসইসির কমিশন সভার সিদ্ধান্ত

এখন স্বাধীন পরিচালক নিয়োগ করা যাবে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার তালিকাভুক্ত সকল কোম্পানিসমূহের কর্পোরেট গভর্ন্যান্স কোড ২০১৮ এর আলোকে স্বাধীন পরিচালক নিয়োগের জন্য ‘Regulatory submisson from for Independent Directors’ নামে একটি অনলাইন প্ল্যাটফর্ম অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৮০৭তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ০১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে সকল তালিকাভুক্ত কোম্পানিসমূহ তাদের স্বাধীন পরিচালক নিয়োগের আবেদন উপরিল্লিখিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদনের জন্য কমিশন গঠন করবে।

উল্লেখ্য, কমিশন পুঁজিবাজার ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন (Notification) অনুমোদন করেছে, যা আগামী ১ ফেব্রুয়ারি ২০২২ তারিখ হতে কার্যকর হবে।

বিনিয়োগবার্তা/শামীম//


Comment As:

Comment (0)