আমান কটন

সিকিউরিটিজ আইন লঙ্গন

আমান কটনের সব পরিচালক ও নিরীক্ষককে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: সিকিউরিটিজ আইন লঙ্গনের কারণে পুঁজিবাজারে তালিকাভূক্ত আমান কটন ফাইব্রাসের প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র ও মনোনীত পরিচালক ব্যতীত) ৩ কোটি টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একইসঙ্গে কোম্পানিটির অডিটরকেও জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বিএসইসির ৮০৭তম নিয়মিত কমিশন সভায় কোম্পানিটিকে এ জরিমানা করা হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, আমান কটনের প্রত্যেক পরিচালককে জরিমানা ছাড়াও ৭৩ কোটি টাকা স্থায়ী আমানতের Lien বাতিল করে সাত দিনের মধ্যে কমিশনকে অবহিত করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এছাড়াও সিকিউরিটিজ আইন ভঙ্গ করার জন্য আমান কটনের নিরীক্ষক এটিএ খান অ্যান্ড কোং (চার্টার্ড অ্যাকাউনটেন্টস) কে ১০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিনিয়োগবার্তা/শামীম//


Comment As:

Comment (0)