BD U 19

হার দিয়ে শুরু বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ

ডেস্ক রিপোর্ট: হার দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মিশন শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতকাল ওয়েস্ট ইন্ডিজের সেন্ট কিটসে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সাত উইকেটে হেরেছে রাকিবুল হাসানের দল। ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৩৫.২ ওভারে সব উইকেট হারিয়ে ৯৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের যুবারা। জবাবে ২৫.১ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশ যুবারা।

৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ২০ ও ২৬ রানে ইংলিশরা দুটি উইকেট হারালেও জয় পেতে কোনো সমস্যা হয়নি দলটির। ওপেনার জর্জ টমাসকে ১৫ রানে ফেরান রিপন মণ্ডল। আর অধিনায়ক টম প্রেস্টকে ৪ রানে আউট করেন রাকিবুল। জয়ের খুব কাছে গিয়ে সর্বোচ্চ ৪৪ রান করা জ্যাকব বেথেল রান আউটের শিকার হন। তবে জেমস রিউয়ের অপরাজিত ২৬ দলকে জয় পাইয়ে দেয়। মাঠে নেমে এক বলে ছক্কা হাঁকিয়ে জয়ের সাক্ষী হন উইলিয়াম রুক্সটন।

এর আগে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের ১১ ব্যাটারের মধ্যে দুই অঙ্কের মুখ দেখেন মাত্র চারজন। একমাত্র শেষ ব্যাটার রিপন মণ্ডল ছাড়া আর কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। ৫১ রানে নয় উইকেট হারানো বাংলাদেশকে ১০০ ছুঁইছুঁই সংগ্রহ পাইয়ে দেন ১১ নম্বরে ব্যাট করতে নামা রিপন। শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই লোয়ার অর্ডার ব্যাটার ৪১ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৩ রান করেন।

বল হাতে ইংলিশ যুবাদের মধ্যে পেসার জশুয়া বয়ডেন ৯ ওভারে ১৬ রান দিয়ে নেন চার উইকেট। আগামী ২০ জানুয়ারি কানাডার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)