উভয় বাজারে বেড়েছে সূচক ও লেনদেন

সাপ্তাহিক পুঁজিবাজার বিশ্লেষণ

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে সবধরনের সূচকের সঙ্গে বেড়েছে লেনদেন

নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবধরনের মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসঙ্গে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেন ও বাজার মূলধন বেড়েছে।

 

ডিএসইর সাপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

 

সাপ্তাহিক বাজার বিশ্লেষণে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮৮ দশমিক ৪৬ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ৭ হাজার ১০৫ পয়েন্টে অবস্থান করছে।

 

আলোচ্য সপ্তাহে বাজার মূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৯ দশমিক ০৮ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ বেড়ে ২ হাজার ৬৩৫ পয়েন্টে উঠেছে।

 

অন্যদিকে ডিএসই শরীয়াহ সূচক বা ডিএসইএস ৬.৬৯ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়েছে।

 

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৮ হাজার ২৪৩ কোটি ১৯ লাখ ২৫ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৭ হাজার ৮৩২ কোটি ৪৪ লাখ টাকার। এ হিসেবে ডিএসইতে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪১০ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকার বা ৫.২৪ শতাংশ লেনদেন বেড়েছে।

 

ডিএসইতে গত সপ্তাহে ৩৯০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট ক্রয়-বিক্রয় হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ১৩৯টির। আর অপরিবর্তিত ছিল ২৩টির দর।

 

এদিকে সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৪ হাজার ৯৯৬ কোটি ৯৬ লাখ ৫৪ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৬৫ হাজার ২৩৫ কোটি ২৩ লাখ ৫২ হাজার  টাকায়। এ হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২৩৮ কোটি ২৬ লাখ ৯৯ হাজার ৮০৫ টাকা বা দশমিক ০৪ শতাংশ।

 

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)