ওয়ালটন হাইটেকের পর্ষদ সভা ২৩ মে

গাজীপুরে ৫৮৮ একর জমি কিনছে ওয়ালটন হাই-টেক

নিজস্ব প্রতিবেদক: জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালনা পর্ষদ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় ৫৮৮ দশমিক ৩৮ একর জমি কিনবে কোম্পানিটি।

রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাদে এজন্য ব্যয় হবে ৪৪ কোটি ১২ লাখ টাকার বেশি। সম্প্রতি অনুষ্ঠিত ২৫তম পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, বিএমআরই প্রকল্পের জন্য এ জমি ব্যবহার করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)