jakir

এনসিসি ব্যাংকের নতুন ডিএমডি জাকির আনাম

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি পেয়েছেন মো. জাকির আনাম।

মঙ্গলবার (১০ মে) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

পদোন্নতির আগে জাকির আনাম সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে এ ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের অক্টোবরে এনসিসি ব্যাংকে যোগদানের পর তিনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে বনানী শাখার ব্যবস্থাপক হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯৫ সালে প্রাইম ব্যাংকের যোগদানের মাধ্যমে জাকির আনাম তার ব্যাংকিং ক্যারিয়ারের সূচনা করেন। পরে তিনি এক্সিম ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংকের বিভিন্ন কর্পোরেট শাখায় শাখা ব্যবস্থাপক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। বৈদেশিক বাণিজ্য, ঋণ ব্যবস্থাপনা এবং সর্বোপরি শাখা ব্যাংকিংয়ে তার সুদীর্ঘ ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে।

জাকির আনাম তার ব্যাংকিং ক্যারিয়ারে শাখা ব্যবস্থাপক হিসেবে চেয়ারম্যানস্ বেষ্ট ম্যানেজার অ্যাওয়ার্ড, এপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডসহ দুই বার স্বর্ণপদক পেয়েছেন। এছাড়াও কর্মের স্বীকৃতি স্বরূপ তিনি অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)