mdd

মাদরাসায় বাংলায় সাইনবোর্ড স্থাপনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: দেশের মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের মূল ভবনে দৃশ্যমান স্থানে নাম, ঠিকানাসহ বাংলা ভাষায় সাইনবোর্ড স্থাপনের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর। 

অধিদফতরের মহাপরিচালক কে এম রুহুল আমীনের সই করা অফিস আদেশ জারি করা হয়। 

আদেশে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে স্থাপিত বেশির ভাগ মাদরাসার মূলভবনে মাদরাসার নাম-ঠিকানা সংবলিত কোনো সাইনবোর্ড স্থাপন করা হয় না। এছাড়া বড় রাস্তার পাশে কিংবা দৃশ্যমান স্থানে দিকনির্দেশক চিহ্নসহ মাদরাসার নাম-ঠিকানা সংবলিত সাইনবোর্ডও স্থাপন করা হয় না। ফলে পরিদর্শনকালে কিংবা দাফতরিক প্রয়োজনে মাদরাসার সঠিক অবস্থান চিহ্নিত করা কষ্টকর হয়ে পড়ে।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)