ওসমানী বিমানবন্দর

ছয়দিন পর ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক: বন্যার পানি নেমে যাওয়ায় টানা ছয়দিন বন্ধ থাকার পর সিলেট এম জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সচল হয়েছে

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে এ বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়।

সিলেট এম জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল থেকে আমাদের বিমানবন্দরে অভ্যন্তরীণ আন্তর্জাতিক সব রুটেই বিমান উড্ডয়ন অবতরণ শুরু হয়েছে

এর আগে মঙ্গলবার (২১ জুন) থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চালুর কথা থাকলেও সোমবার ঢাকা থেকে সিভিল এভিয়েশনের একটি বিশেষজ্ঞ দল রানওয়ে পরিদর্শন করেন

পরিদর্শন শেষে তারা জানান, আগামী ২২ জুন পর্যন্ত রানওয়ে বন্ধ থাকবে পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার থেকে ফ্লাইট ওঠানামা শুরু হবে

তারও আগে বন্যার পানি ঢুকে পড়ায় গত শুক্রবার (১৭ জুন) আন্তর্জাতিক বিমানবন্দরটির সবধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)