ডিএসইএক্স কমেছে ১৯ পয়েন্ট আর লেনদেন বেড়েছে ৬১ কোটি টাকা

মূল্যসূচক ও লেনদেনে ব্যাপক পতন

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ফের মূল্যসূচক ও লেনদেনে ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে  ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে।ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট কমে  দাঁড়িয়েছে ২ হাজার ২১০ পয়েন্টে।

বুধবার ডিএসইতে ৭৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।  সোমবার ডিএসইতে ১ হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। যা আগের দিন থেকে ২৮৩ কোটি ৯৭ লাখ টাকা কম।

বুধবার ডিএসইতে ৩৭৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬টির, কমেছে ২৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচক ও লেনদেনের পতনে শেষ হয়েছে।  সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২৩০ পয়েন্ট  কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২০৭ পয়েন্টে।

বুধবার সিএসইতে ১৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬৪টি প্রতিষ্ঠানের। এর মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।

বিনিয়োগবার্তা/কেএইচকে//

https://dse.com.bd/

Comment As:

Comment (0)