ICMAB Photo

খুলনায় আইসিএমএবির ওরিয়েনটেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) এর জুলাই-ডিসেম্বর ২০২২ইং সেশনে ভর্তিকৃত ছাত্র - ছাত্রীদের “ওরিয়েনটেশন” প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (আগস্ট ২৬, ২০২২) আইসিএমএবি খুলনা শাখার নিজস্ব ভবনের সম্মেলন কক্ষে এই ওরিয়েনটেশন  প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তাগণ নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের সিএমএ প্রফেশনের বর্তমান ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে আলোকপাত করেন এবং তাদের সাফল্যের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএমএবি এর প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ এফসিএমএ। 

খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান অশোক কুমার দেবনাথ এফসিএমএ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন এ. কে. এম. দেলোয়ার হোসেন এফসিএমএ, এ্যাডভাইজার ও প্রাক্তন প্রেসিডেন্ট সাউথ এশিয়ান ফেডারেশন অফ একাউন্টেন্ট (সাফা)।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো: মনিরুল ইসলাম এফসিএমএ ভাইস প্রেসিডেন্ট, আইসিএমএবি, মো: আলী হায়দার চৌধুরী এফসিএমএ ট্রেজারার, আইসিএমএবি, প্রফেসর কার্তিক চন্দ্র মন্ডল, অধ্যক্ষ, আজম খান সরকারী কমার্স কলেজ, খুলনা এবং প্রফেসর এস. এম. জাহিদুর রহমান, প্রফেসর বিজনেস এডমিন্সিট্রেশন ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়। 

অনুষ্ঠানের শুরতে খুলনা ব্রাঞ্চ কাউন্সিলের সেক্রেটারী আবদুল মোতালেব এফসিএমএ স্বাগত বক্তব্য দেন। 
খুলনাব্রাঞ্চ কাউন্সিলের ভাইস চেয়ারম্যান কে. এম নেয়ামুল হক এফসিএমএ, ট্রেজারার মো: হাবিবুর রহমান শেখ এফসিএমএ সহ খুলনা শাখার সকল সম্মানিতসদস্য এবং ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)