Shamim

সরকারি কোম্পানিগুলোর পুঁজিবাজারে আসতে গড়িমসি কেন

পুঁজিবাজারে সরকারি কোম্পানিগুলোর শেয়ার অফলোড করতে বারবার তাগিদ দেওয়া হলেও দৃশ্যত কাজের কাজ কিছুই হচ্ছে না। এ বিষয়ে সরকারি কোম্পানিগুলোকে বহুবার অর্থমন্ত্রনালয় কিংবা বিএসইসির পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে। কখনো কখনো আন্তমন্ত্রণালয় বৈঠক করেও তাগিদ দেওয়া হচ্ছে। পুঁজিবাজারে আসতে তাদেরকে সময়সীমাও বেধে দেওয়া হচ্ছে। কিন্তু কোনো কিছুই কার্যকর হচ্ছে না।

এ বিষয়ে গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পুঁজিবাজার উন্নয়নে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের প্রস্তাবনা বাস্তবায়নে আবারও বৈঠক করেছে বলে জানা গেছে। বৈঠকে বিএসইসির পক্ষ থেকে বিভিন্ন সরকারি কোম্পানিকে পাঠানোর তাগিদ নিয়েও আলোচনা হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, ‘খুব আশাবাদী ছিলাম সরকারি প্রতিষ্ঠানগুলো শেয়ারবাজারে আসবে। রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর ব্যাপারেও সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ব্যাংকগুলোর পর্ষদ নিজের মতো করে সিদ্ধান্ত নেয় বলে কাজটা হয়নি।

তাই স্বাভাবিক কারনেই এখন প্রশ্ন জাগছে-কেন বারবার তাগিদ দেওয়ার পরেও সরকারি কোম্পানিগুলো পুঁজিবাজারে আসতে চাচ্ছে না? তাহলে কোম্পানিগুলো কি সরকারের চেয়েও শক্তিধর? তাদের এই শক্তির উৎস কি? কি কারণে পুঁজিবাজারে আসার ক্ষেত্রে কোম্পানিগুলোর এত গড়িমসি?

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)