কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

জেলা প্রতিনিধি: প্রথমবারের মতো কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলেরর অনুমতি মিলেছে। 

আজ বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে এ রুটে জাহাজ চলাচল। তবে বন্ধ থাকছে টেকনাফ-সেন্টমার্টিনরুটে জাহাজ চলাচল।

এদিন সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে কক্সবাজার নুনিয়ারছড়া বিআইডব্লিওটিএ-এর ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামের একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্য যাত্রা করে।

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজারের ব্যবস্থাপক হোসাইনুল ইসলাম বাহাদুর।

তিনি জানান, প্রথমদিন কর্ণফুলী এক্সপ্রেস জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্টমার্টিন রওনা দিয়েছে। এবারের পর্যটন মৌসুমে প্রথমবারের মতো কোনো জাহাজ সেন্টমার্টিন গেল। 

তিনি বলেন, আমাদের তরফ থেকে যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়া হচ্ছে। জাহাজই রয়েছে ট্যুরিস্ট পুলিশের একটি টিম। সব কিছু ঠিক থাকলে দুপুর সাড়ে ১২ টার দিকে জাহাজটি সেন্টমার্টিন পৌঁছাবে।

বিনিয়োগবার্তা/এমআর/কেএইচকে// 


Comment As:

Comment (0)