কমিশনার ড

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের অনুষ্ঠানে বিএসইসির কমিশনার ড. মিজানুর রহমান

দেশের মিউচুয়াল ফান্ড খাতের আকার দ্রুত বাড়ছে

নিজস্ব প্রতিবেদক: দেশের মিউচুয়াল ফান্ড খাতের আকার দ্রুত বাড়ছে। দুই বছর আগে এই খাতের মোট সম্পদের মূল্য ছিল ১০ হাজার কোটি টাকা। বর্তমানে তা বেড়ে ১৫ হাজার কোটি টাকা হয়েছে। এই খাতে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করা গেলে কয়েক বছরের মধ্যে মিউচুয়াল  ফান্ড খাতের মোট আকার এক লাখ কোটি টাকায় উন্নীত করা সম্ভব।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. মিজানুর রহমান এই কথা বলেছেন।

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ এন্ড মিউচুয়াল ফান্ডস আজ (৬ অক্টোবর) এই অনুষ্ঠানের আয়োজন করে। রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন  ভবনের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী  মোস্তফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও ড. রোমানা ইসলাম। এতে সভাপতিত্ব ড. হাসান ইমাম।

বিনিয়োগবার্তা/এমআর/এসএএম//


Comment As:

Comment (0)