জেনেক্স ইনফোসিস

জেনেক্স ইনফোসিসের শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভু্ক্ত আইটি খাতের প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ারে সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী উল্লেখযোগ্য হারে বেড়েছে এক মাসের ব্যবধানে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেড়েছে .৭১ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জ( ডিএসই) সূত্রে তথ্য জানা গেছে

সম্প্রতি কোম্পানিটি  জাতীয় রাজস্ব বোর্ডের সাথে  (এনবিআর) চুক্তি করেছে এর ফলে কোম্পানিটির প্রতিবছর আয় হবে ২১২ কোটি টাকা সে হিসেবে আগামী বছরে কোম্পানিটির আয় হবে হাজার ৬০ কোটি টাকা আর এ কারণেই কোম্পানিটিতে বিনিয়োগ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জেনেক্স ইনফোসিস ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১১ কোটি ৩৫ লাখ ৪৬ হাজার ৪০০ টি এর মধ্যে পরিচালকদের হাতে রয়েছে ৩১.৬৮ শতাংশ শেয়ার

ডিএসই, ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৮.৪২ শতাংশ যা গতমাসের তুলনায় .৭১ শতাংশ বেশি সেপ্টেম্বর মাসে প্রতিষ্ঠনিক বিনিয়োগকারীদের হাতে জেনেক্সের ২২.৭১ শতাংশ শেয়ার ছিল সে হিসেবে এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বেড়েছে .৭১ শতাংশ এছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩৯.৯০ শতাংশ শেয়ার

রাজস্ব আহরণে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) প্রযুক্তিগত সেবা দেয়ার লক্ষ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস নভেম্বর একটি চুক্তি স্বাক্ষর করেছে জেনেক্স ইনফোসিস কোম্পানিটির পরিচালনা পর্ষদ নভেম্বর চুক্তি অনুমোদন করেছে এই চুক্তির আওতায় আগামী বছরে লাখ ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) সেলস ডাটা কনট্রোলার (এসডিসি) মেশিন সাপ্লাই এবং ইনস্টল করবে জেনেক্স চুক্তিটির মেয়াদ ১০ বছর এর ফলে কোম্পানিটির প্রতিবছর আয় হবে ২১২ কোটি টাকা

এছাড়াও সেপ্টেম্বর মাসে কোম্পানিটি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বাংলালিংকের সাথে দুটি চুক্তি স্বাাক্ষর করেছিল দুই কোম্পানির সাথে চুক্তির ফলে জেনেস্কের আয় হবে প্রতিবছরে ১৮ কোটি টাকা ডিএসই সূত্রে তথ্য জানা গেছে 

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে সম্প্রতি বিভিন্ন চুক্তির ফলে ভবিষ্যতে কোম্পানিটির আয় বাড়বে এমন খবরে বড় বিনিয়োগকারী তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা জেনেক্স ইনফোসিস এর শেয়ারের প্রতি আগ্রহী হয়ে উঠছেন

স্বনামধণ্য আইটি প্রতিষ্ঠানটি গ্রামীনফোন, রবি, এয়ারটেল সহ দেশ বিদেশের ১০০' বেশি কোম্পানিকে আইটি সংশ্লিষ্ট সেবা দিয়ে আসছে

জানতে চাইলে জেনেক্স ইনফোসিসের কোম্পানি সচিব জুয়েল রানা বিনিয়োগবার্তাকে বলেন, তালিকাভূক্তি পর থেকে বিনিয়োগকারীদের নিয়মিত ডিভিডেন্ড দেওয়া অব্যাহত রেখেছে জেনেক্স ইনফোসিস। এছাড়া ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিনিয়ত কার্যপরিধি বাড়িয়ে চলেছে কোম্পানিটি। এরই ধারবাহিকতায় সম্প্রতি কোম্পানিটি জাতীয় রাজস্ব বোর্ডের সাথে ৫ বছর মেয়াদী একটি চুক্তি সম্পন্ন করেছে। এতে কোম্পানির আয় অনেক বৃদ্ধি পাবে। এ কোম্পানিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা লাভবান হবেন।

বিনিয়োগবার্তা/ডিএফই/এসএএম//


Comment As:

Comment (0)