ডলার-বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের জরুরি বিজ্ঞপ্তি  

বৈধ মানি চেঞ্জারের তালিকা প্রকাশ


নিজস্ব প্রতিবেদক: ডলার কারসাজি পরিস্থিতিতে আর্থিক ও আইনগত ঝুঁকি এড়াতে নিবন্ধি ২৩৫টি মানি চেঞ্জারের হালনাগাদ তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। অবৈধ মানি চেঞ্জারের সঙ্গে যেকোনো প্রকার লেনদেন, দোকান ভাড়া চুক্তি সম্পাদন ইত্যাদি না করতে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে জরুরি বিজ্ঞপ্তি  আকারে অবৈধ মানি এক্সচেঞ্জ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করার জন্য এ তালিকা প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ মানি চেঞ্জার ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৈধ মানি এক্সচেঞ্জের অনুমতি প্রদান করে। সচেতনতার লক্ষ্যে অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠানের হালনাগাদ তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত বৈধ মানি চেঞ্জারগুলো হলো: এ এইচ মানি চেঞ্জার, কালাম এন্ড সন্স মানিচেঞ্জার প্রাইভেট লিমিটেড, এ আর মানি এক্সচেঞ্জ সেন্টার. এএসএন মানিচেঞ্জার, এ্যাবকো মানি চেঞ্জার, আব্দুল্লাহ মানি চেঞ্জিং, আফতাব চে․ধুরী মানি চেঞ্জার. আগ্রাবাদ মানি এক্সচেঞ্জ, আহমেদ এক্সচেঞ্জ হাউজ, আল-আমিন মানি চেব্ধার, আল-ফারাহ মানি এক্সচেঞ্জ, আল ঈমান মানি এক্সচেঞ্জ, আলিফ মানি এক্সচেঞ্জ, আলিফ মানি চেঞ্জার. আলম মানিএক্সচেঞ্জ,আলফা মানি এক্সচেঞ্জ,আমান মানি চেঞ্জার,আমিন মানিচেঞ্জার,আমিশা পাড়া মানি এক্সচেঞ্জ, অংকন মানি এক্সচেঞ্জ, এ্যাসোসিয়েটেড মানি, চেঞ্জিং কোম্পানি লিমিটেড, এভিয়া মানিচেঞ্জার, বি এম মানি এক্সচেঞ্জ, বকাউল মানিএক্সচেঞ্জ, বনফুল মানি এক্সচেঞ্জ, বর্ষা মানি চেঞ্জিং সেন্টার, বার্থা মানিচেঞ্জার, বসুনিয়া মানি এক্সচেঞ্জ. বেংগল মানি এক্সচেঞ্জ, ভাই ভাই মানি এক্সচেঞ্জ, ভাই ভাই মানি চেঞ্জার, বিজয় মানি এক্সচেঞ্জ লিমিটেড, বিনিময় মানি এক্সচেঞ্জ, বিসমিল্লাহ মানি চেঞ্জার, বিকেবি মানি এক্সচেঞ্জ. বিএনকে মানি এক্সচেঞ্জ, বগুড়া মানিচেঞ্জার, বহুব্রীহি মানি এক্সচেঞ্জ, বুড়িগঙ্গা মানি এক্সচেঞ্জ, বুসরা মানি এক্সচেঞ্জ, ক্যাপিটাল মানিচেঞ্জার, কেস্ল মানি এক্সচেঞ্জ এবং সুমী মানি এক্সচেঞ্জ কোম্পানী।
এছাড়াও রয়েছে চকবাজার মানি এক্সচেঞ্জ. চিস্তিয়া মানি চেঞ্জার, সিটি মানিটরী এক্সচেঞ্জ, কুমিল্লা মানি এক্সচেঞ্জ, ক্রাউন মানি চেঞ্জার, ক্রিস্টাল মানি এক্সচেঞ্জ, কারেন্সি এন্ড কারেন্সি এক্সচেঞ্জ, ডন মানি এক্সচেঞ্জ, ডেল্টাব্যুরো ডি চেঞ্জ লিমিটেড, ডিপেনডেন্ট মানি চেঞ্জার, ঢাকা মানিচেঞ্জার, দি ঢাকা মানি এক্সচেঞ্জ, ঢাকা জনতা মানি এক্সচেঞ্জ, ডায়মন্ড মানি এক্সচেঞ্জ সার্ভিসেস, ডি,এন মানি চেঞ্জার, ডলারকো এক্সচেঞ্জ, ই কবির মানি চেঞ্জার, ইপি মানি এক্সচেঞ্জ, ইষ্টওয়েষ্ট মানি, ইষ্টার্ণ ইউনিয়ন মানি চেঞ্জিং, ইষ্টার্ণ মানি চেঞ্জার,  ইপসা মানি চেঞ্জার, মৃদুলা মানি এক্সচেঞ্জ, ফরিদপুর মানি এক্সচেঞ্জ, ফেডারেল মানিচেঞ্জার, ফোরসিস মানিচেঞ্জার, ফয়েজ মানি এক্সচেঞ্জ, ফ্রেন্ডস মানি এক্সচেঞ্জ, গ্লোবনেট মানি এক্সচেঞ্জ,
গ্লোরী মানি এক্সচেঞ্জ, গোলাম ফারুক আরিফ মানিচেঞ্জার, গোমতী মানি এক্সচেঞ্জ, গুড উইল মানি এক্সচেঞ্জ, গ্রীন লাইন মানিচেঞ্জার, হাসান মানিচেঞ্জার, হযরত খাজা বাবা মুদ্রা বিনিময় কেন্দ্র. হিমালয় ডলার মানি চেঞ্জার, হিমু মানি এক্সচেঞ্জ, এইচ এস মানিচেঞ্জার, হুমায়ুন মানি এক্সচেঞ্জ লিমিটেড, হক ইন্টারন্যাশনাল মানিচেঞ্জার, হক মানি এক্সচেঞ্জ এন্টারপ্রাইজ. হক মুদ্রাবিনিময়কারী, আইডিয়েল মানি এক্সচেঞ্জ লিমিটেড, ইমন মানি এক্সচেঞ্জ, ইম্পেরিয়াল মানি এক্সচেঞ্জ, ইন্টেরিম মানি, ইসলাম মানিচেঞ্জিং, ইসমাইল মানি চেঞ্জার, ইসরাত মানিচেঞ্জার, জাহানস্ মানি এক্সচেঞ্জ, জাহেদ মানি চেঞ্জার, জামি মানিচেঞ্জিং হাউজ, যমুনা মানি এক্সচেঞ্জ, জান্নাত ফরেন মানি এক্সচেঞ্জ, জেবিকো মানি চেঞ্জার, জেনী মানি এক্সচেঞ্জ. যশোর মানি চেঞ্জার, জিসান মানি, কে এন্ড কে এক্সচেঞ্জ ইন্টারন্যাশনালন, কাদের মানি এক্সচেঞ্জ, কেয়া মানিচেঞ্জার এবং খান মানিচেঞ্জার।
বৈধ মানি চেঞ্জারের তালিকায় আরও রয়েছে, কোপোতাক্ষী মানি এক্সচেঞ্জ, কর্ণিকা মানিচেঞ্জার, করতোয়া মানি এক্সচেঞ্জ, লিগ্যাল মানিচেঞ্জার, দি লিয়াজো মানি এক্সচেঞ্জ, লোকনাথ মানি এক্সচেঞ্জ, লর্ডস মানি চেঞ্জার, এম আর মানি এক্সচেঞ্জ, এম, এস মানিচেঞ্জার, এম এস আলম মানিচেঞ্জার, ম্যাকফি মানিচেঞ্জার, মহানন্দা মানিচেঞ্জিং, মাহমুদ ফরেন এক্সচেঞ্জ, মা-মনি মানি এক্সচেঞ্জ, মামুন মানিচেঞ্জার, মার্ক ন্যাশনাল মানি এক্সচেঞ্জ, মার্স মানি এক্সচেঞ্জ, মাতৃক মানি এক্সচেঞ্জ, মেগা মানি এক্সচেঞ্জ, মেগাসিটি মানি চেঞ্জারস, মার্সি মানি এক্সচেঞ্জ,  মেক্সিমকো মানি এক্সচেঞ্জ, মিয়া মানি এক্সচেঞ্জ, মিডল্যান্ড মানি এক্সচেঞ্জ, মিসা মানি এক্সচেঞ্জ, মনডিয়াল মানি এক্সচেঞ্জ, মন্টু শাহা মানি এক্সচেঞ্জ, মুনলাইট মানি চেঞ্জিং , মর্জিনা মানিচেঞ্জার. মাল্টি মানিচেঞ্জার এন্ড কোং লিমিটেড, ময়মনসিংহ মানিচেঞ্জার, এন হোসেন মানিচেঞ্জার, নবারুন মানি এক্সচেঞ্জ, নবীগঞ্জ মানি এক্সচেঞ্জ দোকান, নাবিলস মানিচেঞ্জার, নাহার মানি চেঞ্জার, নাসির ফরেন মানিচেঞ্জার, ন্যাশনাল মানি এক্সচেঞ্জ, ন্যাশনাল মানিচেঞ্জারস, ন্যাশনাল মানি এক্সচেঞ্জ সেন্টার, নেহাল মানিচেঞ্জার, নিউট্রল মানি এক্সচেঞ্জ, নিউ প্রাইম মানিচেঞ্জার, নিবেদিতা মানি এক্সচেঞ্জ, নিহন মানি এক্সচেঞ্জ, নুর ব্রাদার্স মানি চেঞ্জার, নর্থইষ্ট মানিচেঞ্জিং, নোভা মানি এক্সচেঞ্জ, অদিতি মানি এক্সচেঞ্জ, ওরিয়েন্ট মানি এক্সচেঞ্জ, অরনেট মানি এক্সচেঞ্জ, প্যাসিফিক ইন্টাঃ মানিচেঞ্জার, পাহাড়িকা মানি এক্সচেঞ্জ, প্যারাডাইস মানি এক্সচেঞ্জ, প্যারামাউন্ট মানি এক্সচেঞ্জ, পাইওনিয়ার মানিচেঞ্জার, প্রান মানি এক্সচেঞ্জ, প্রাইড মানি এক্সচেঞ্জ, প্রাইম ফরেন মানি চেঞ্জার, পাফ মানি এক্সচেঞ্জ হাউস,  রাজ মানি এক্সচেঞ্জ, রহমান ফরেন মানিচেঞ্জার,  রেইনবো ইন্টাঃ কারেন্সি লিংকেজ , রাজাবাদশা মানিচেঞ্জার, রাজধানী মানি এক্সচেঞ্জ,  রামাদা মানি এক্সচেঞ্জ, রংপুর মানি এক্সচেঞ্জ হাউজ, রাতুল মানি চেঞ্জার, রিলায়েবল মানি এক্সচেঞ্জার, রিলায়েন্স মানি চেঞ্জার, রিব মানি এক্সচেঞ্জ, রয়েল মানি এক্সচেঞ্জ , আর আর ইন্টাঃ মানি এক্সচেঞ্জ, রুমানা ফরেন এক্সচেঞ্জ, রুনা মানিচেঞ্জার, রহমান মানি চেঞ্জার,  এস এইচ মানি এক্সচেঞ্জ, ক্সসকত মানি এক্সচেঞ্জ লিমিটেড, সমীর ইন্টাঃ মানিচেঞ্জার, সম্রাট মানি এক্সচেঞ্জ, সানজিদ মানি এক্সচেঞ্জ এবং সাথী মানি এক্সচেঞ্জ।
আরও রয়েছে শাহ্ আলী মানি এক্সচেঞ্জ, সেবা মানি এক্সচেঞ্জ, শীতলক্ষা মানি এক্সচেঞ্জার, শ্রেয়া মানিচেঞ্জার, শুভ্র মানিচেঞ্জার লিমিটেড, সিকদার মানি এক্সচেঞ্জ, সিলভার মানি এক্সচেঞ্জ, সাউথ বেংগল মানিচেঞ্জার, সাউথ ইষ্ট মানি এক্সচেঞ্জ, স্পিড মানি এক্সচেঞ্জার, ষ্ট্যান্ডার্ড ফরেন এক্সচেঞ্জ, ষ্ট্যান্ডার্ড মানি এক্সচেঞ্জ, স্টার মানি চেঞ্জার, ষ্টকহোম মানিচেঞ্জার, সাব মানি এক্সচেঞ্জ, সুগন্ধা মানি এক্সচেঞ্জ, সানফ্লাওয়ার কোর্পোরেশন মানিচেঞ্জার. সুপারলিংক মানিচেঞ্জারস, সয়দ মানি এক্সচেঞ্জার, সিলেট ফরেন মানিএক্সচেঞ্জ, তাহিন হাবিব মানি এক্সচেঞ্জ।
এছাড়া তমুর মানি চেঞ্জার লিমিটেড, তালুকদার মানি এক্সচেঞ্জ হাউজ, তামিম ফরেন এক্সচেঞ্জ এন্ড মানি চেঞ্জার, তাছলিমা মানি এক্সচেঞ্জ, তিসা মানি এক্সচেঞ্জ সার্ভিসেস, তিতাস মানি এক্সচেঞ্জ, টুডেজ ইন্টাঃ মানি এক্সচেঞ্জ, ট্রেড কিং ইন্টারন্যাশনাল মানি চেঞ্জার, তৃষা মানি চেঞ্জার, ট্রপিক্যাল মানি এক্সচেঞ্জ, ট্রাষ্টি মানিচেঞ্জার, ইউনিক মানি এক্সচেঞ্জ, উত্তরা মানি চেঞ্জার,
ভয়েজার মানি এক্সচেঞ্জ, ওয়াদুদ মানি চেঞ্জিং, ওয়েল কাম মানি এক্সচেঞ্জ,  ইয়র্ক মানি এক্সচেঞ্জ,  জেড এম মানি এক্সচেঞ্জ,  জামান মানিচেঞ্জিং এবং মেসার্স জাহাঙ্গীর মানি এক্সচেঞ্জার এ তালিকায় রয়েছে।
এমতাবস্থায়, সম্ভাব্য আর্থিক ও আইনগত ঝুঁকি এড়ানোর লক্ষ্যে অবৈধ মানি চেঞ্জারের সঙ্গে যেকোনো প্রকার লেনদেন, দোকান ভাড়া চুক্তি সম্পাদন ইত্যাদি না করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

বিনিয়োগবার্তা/এসএএম//
 


Comment As:

Comment (0)