বিজ্ঞান অনুষদের কনফারেন্সে কুবি উপাচার্য

গবেষণা ছাড়া ভালো শিক্ষক হওয়া যায় না

নিজস্ব প্রতিবেদক: পড়াশোনার মাধ্যমে আমরা জ্ঞান আহরণ করি, জ্ঞান বিনিময় করি এবং নতুন নতুন বিষয় আবিষ্কার করি। পাশাপাশি আমাদের গবেষণা করতে হবে। কেননা গবেষণা ছাড়া ভালো শিক্ষক হওয়া যায় না। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় কলা ও মানবিক অনুষদের বার্ষিক সেমিনার-২০২২ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 

মঙ্গলবার (২২ নভেম্বর) বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে দ্বিতীয় বারের মত শিক্ষকতা এবং গবেষণা বিষয়ক শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম মাওলার সভাপতিত্বে এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. মোকাদ্দেস-উল-ইসলাম ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এ এফ এম আবদুল মঈন। 

কী-নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথা সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)